ঢাকা মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৫ই শ্রাবণ ১৪৩২


বেনাপোল হাই স্কুলে ‘আইডিয়া প্রতিযোগিতা’র উদ্বোধন


২৮ জুলাই ২০২৫ ২০:৪৯

সংগৃহিত

যশোর জেলা পরিষদের উদ্যোগে ২৮ জুলাই সোমবার শার্শা উপজেলার বেনাপোল হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণভ্যুত্থান স্মরণে’ অংশগ্রহণমূলক ‘আইডিয়া প্রতিযোগিতা’র আনুষ্ঠানিক উদ্বোধন।

ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীলতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শার্শা উপজেলার ইউএনও এবং বেনাপোল পোর্ট থানার ওসি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল হাই স্কুলের প্রধান শিক্ষক এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে বলেন, “২০২৪ সালের জুলাই গণভ্যুত্থান ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের প্রজন্মকে সেই ইতিহাস জানাতে ও নিজেদের ভবিষ্যৎ গঠনে উৎসাহ দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”