ঢাকা বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ১লা ফাল্গুন ১৪৩১


শেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল


১৩ জানুয়ারী ২০২৫ ১৭:৫৭

সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৩ জানুয়ারী সোমবার বিকেলে শেরপুর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক আহবায়ক হজরত আলীর অনুসারীরা শেরপুর পৌরপার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানামোড়ে এসে মিছিলটি শেষ হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে দির্ঘ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসয় তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা শ্লোগান দেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সংস্কার চাই, আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই ইত্যাদি শ্লোগানে মুখরিত করে মিছিলে আসা বিএনপির নেতাকর্মীরা।

পরে স্থানীয় থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপির সভাপতি মামুনুর রশীদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাইফুল ইসলাম, আহবায়ক শেরপুর সদর থানা বি এন পি, শফিকুল ইসলাম গোল্ডেন,সভাপতি কৃষক দল, মনোয়ার হোসেন রন্জু, সাধারণ সম্পাদক, কৃষক দল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান,আতাহারুল ইসলাম আতা,ছাএদল সভাপতি ও সাধারণ সম্পাদক, নিয়ামুল হাসান আনন্দ, নাঈম,হাসান উজ্জ্বল, আবুল হাসনাত ডিয়ন, সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।