ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত


১৭ অক্টোবর ২০১৮ ০০:০৪

কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
খাদ্য অধিকার বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার ( ১৬ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তারা, দেশের কৃষি খাতের সমস্যা সম্মিলিত মোকাবিলা করার পাশাপাশি খাদ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এসএমএন