ভারত থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ১
ঝিনাইদহে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টায় মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকালে বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রাম থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা ।
আটককৃত নারী অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল । তাকে যশোর জাস্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।
