ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার


৪ আগস্ট ২০২২ ২২:০২

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মালার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৩ আগস্ট) গভীর রাতে শাহপরাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে সোমবার (১ আগস্ট) মামলার অপর দুই আসামি এহসান আহমদ ও সাঈদ হাসান রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রধান আসামির নাম দিব্য সরকার।

কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা থেকে অভিযান শুরু করি। পরে আনুমানিক রাত সাড়ে ১২টায় দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রধান আসামি দিব্যকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সোমবার (১ আগস্ট) রাতে দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আন্দোলনে নামেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের হয়ে সেবা বন্ধ রেখে হাসপাতাল ছেড়ে রাস্তায় নামেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে ছাত্রদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল ও কলেজ প্রশাসন দুটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় আটজনকে আসামি করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত রাখা হয়। এ ছাড়া শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে বুধবার (৩ আগস্ট) দুপুর ২টায় ২০ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আন্দোলন সাময়িক স্থগিত করেন।