চরফ্যাশনে আলোচিত ডাবল মার্ডারের জট খুলছে

চরফ্যাশনের আসলামপুর গ্রামে দুই ব্যক্তিকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনার জট খুলতে শুরু করেছে। সেফটিক ট্যাঙ্ক থেকে গত বৃহস্পতিবার শরীরবিহীন দুটি মস্তক উদ্ধারের পর জট খুলতে শুরু করে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। নিহতরা হলেন দুই সহোদর দুলাল ও তপন। তারা চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত উপেন্দ্র চন্দ্র সরকারের ছেলে। তারা ভারতে বসবাস করতেন। জমি বিক্রির ১২ লাখ টাকা নিতে এসে তারা হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। তাদের মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনজন। নৃশংস এই জোড়া হত্যায় জড়িত অন্য আসামিদের খুঁজছে পুলিশ|
দুটি মস্তক উদ্ধারের পর পুলিশ প্রাথমিকভাবে বৃহস্পতিবার রাতে (২২ এপ্রিল) ওই ৭ জনকে আটক করে। তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত বেলাল, কাসেম ও আবু মাঝি। তাদের দুই ভাই হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করছে না পুলিশ।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, জমি বিক্রির টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ডাবল মার্ডার ঘটেছে।