ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


জুম্মার নামাজে অসভ্যতার প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা


২৪ এপ্রিল ২০২১ ০৫:৪৪

সংগৃহিত

নরসিংদীর পলাশে মসজিদে জুম্মার নামাজের সময় অসভ্য আচরণের প্রতিবাদ করায় জাহিদুল ইসলাম নামের এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার পলাশ শিল্পাঞ্চল কলেজ রোডে এই ঘটনা ঘটে। ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৭নং ইউনিটের ফোরম্যান মুঞ্জুর আলম ও তার বখাটে ছেলেরা সাংবাদিকের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটায়। এমন কি প্রকাশ্যে দেখে নেয়ারও হুমকী দেয়। এই ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়ের করেছেনন হামলার স্বীকার সাংবাদিক জাহিদুল ইসলাম। তিনি দৈনিক বাংলাদেশ বুলেটিনের পলাশ উপজেলা প্রতিনিধি ও পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিঃ সহ সভাপতি।

ঘটনা সূত্রে জানা যায়, আজ শুক্রবার পলাশ শিল্পাঞ্চল কলেজ মসজিদে জুম্মার নামাজের খুৎবার সময় চেয়ারে বসা মুঞ্জুরুল আলম পায়ের উপর পা তুলে নাচাচ্ছিল। এসময় নিচে বসা সাংবাদিক জাহিদ তাকে পা নামাতে বলেন। এই কারনে তার উপর ক্ষিপ্ত হয় মুঞ্জুর। নামাজ শেষ হলে শেষে মসজিদ থেকে বের হয়ে মুঞ্জুর তার দুই ছেলে সেতু, রেহান ও তাদের অন্য সহযোগীরা মিলে মুসল্লিদের সামনে প্রকাশ্যে কিলঘুষি মারতে থাকে। এসময় বাধা দিতে গিয়ে কয়েজন মুসল্লিও তাদের মারধরের শিকার হয়। পরে আশেপাশের আরো মুসল্লি ছুটে আসলে তারা পালিয়ে যায়। হামলার পর পুলিশ অভিযুক্ত মুঞ্জুর আলম (৫০) ও রেহান (২২) কে আটক করেছে। পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুক কবির জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই মারধরে ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিক সংগঠন গুলো। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান তারা।