ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


নরসিংদীতে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১


২১ এপ্রিল ২০২১ ০১:৩০

প্রতিকি

নরসিংদীতে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে এক ব্যাক্তি নিহত ও একজন আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চর খোদাদিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম জজ মিয়া(৪৫), সে জেলার রায়পুরা উপজেলার সোনাকান্দি এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে ও আহত ব্যাক্তি আলী হোসেন(৫০) একই উপজেলার আমিরাবাদ এলাকার মৃত মহিজউদ্দিনের ছেলে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, নিহত জজ মিয়া ও আহত আলী হোসেন সোমবার দিবাগত রাত ২টার দিকে খোদাদিলা গ্রামের কৃষক শহিদ মিয়ার বাড়ি থেকে গরু চুরি করার সময় স্থানীয় লোকজনের নিকট ধরা পড়ে। এরপর ক্ষুব্ধ জনতা তাদের গনপিটুনি দেয় গনপিটুনিতে জজ মিয়ার মৃত্যু হয়।

পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ এবং আহত ব্যাক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনার পর পরই ওসি নিজে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করেন। গনপিটুনিতে ব্যাক্তি নিহতের ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।