ঢাকা বুধবার, ২৩শে জুলাই ২০২৫, ৯ই শ্রাবণ ১৪৩২


এবার হেফাজতের ঢাকা মহানগরের সহসভাপতি গ্রেপ্তার


২১ এপ্রিল ২০২১ ০১:২৬

এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সহসভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবোর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুব আলম বলেন, ‘আজ বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবোর নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল কোরবান আলীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হেফাজতের তাণ্ডব ও ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনার অভিযোগ রয়েছে। তিনি এখন ডিবি হেফাজতে রয়েছেন। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’