ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বোরহানউদ্দিনে জমি বিরোধে বিধবার পরিবারের উপর হামলা


২০ এপ্রিল ২০২১ ০৬:৫৫

সংগৃহিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৪ সন্তানের জননী নাসরিন আক্তারের বসত বড়ীর দরজায় কলাগাছ লাগানোকে কেন্দ্র করে বাকবিতন্ডায় হামলার আভিযোগ উঠেছে রফিক পন্ডিত ও স্থানীয় ইউপি সদস্য জহিরের বিরুদ্ধে।

বিধবা নাসরিন অভিযোগ করে বলেন, সোমবার সকাল ১১ টায় বিধবার বসত বাড়ীর দরজায় রফিক পন্ডিত কলাগাছ লাগাতে আসলে বাধা দেয় নাসরিন ও তার পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে রফিক পন্ডিতের নেতৃত্বে নেয়ামল পন্ডিত, জুলহাস পন্ডিত,জহির মেম্বার,শাহিন , শিহাব ও নসু হামলা চলিয়ে বিধবা নাসরিন ও তার স্কুল পড়ুয়া মেয়ে মিশু ও মিতুকে আহত করার আভিযোগ করেন। পরে আহতরা ত্রিপল নাইনে কল করলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়।

বিধবা নাসরিন আরো অভিযোগ করে বলেন , রফিক পন্ডিত দীর্ঘদিন ধরে আমাদের বাড়ী দখল করতে মরিয়া হয়ে উঠেছে।
জহির মেম্বার আমার বাড়ীতে বিভিন্ন সময় রাতে এসে বোতলের কাক নিয়ে কিযেন সেবন করতো। একদিন আমার বাসায় খারাপ মেয়ে নিয়ে আসার প্রস্তাব করে, আমি রাজি হইনি এবং রাত বিরাতে আমার মোবাইল ফোনে কল করে কু-প্রস্তাব দিলে তার বউকে আমি বিষয়টি জানানোর পরথেকে আমাকে এখান থেকে উৎখাতের ষড়যন্ত্র করছে।

এঘটনায় বিধবা নাসরিন বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে অভিযুক্ত রফিক পন্ডিত জানান, আমার জায়গায় আমি কলাগাছ লাগাতে গিয়েছি, বরং তারা আমাকে ইট পাটকেল মেরেছে।

এই ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য জহির জানান, মারামারি ছাড়াতে গিয়ে দুই পক্ষকে মেরেছি, কারো বেশি লেগেছে আবার কারো কম লেগেছে।

বোরহানউদ্দিন থানার (ওসি) মাজহারুল আমিন (বিপিএম) জানান, থানায় অভিযোগ পেয়েছি। তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।