ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


মামুনুলকে গ্রেফতারের পর জরুরি বৈঠকে হেফাজত নেতারা


১৯ এপ্রিল ২০২১ ০৪:৩৯

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক গ্রেফতারের পর জরুরী বৈঠকে ডেকেছে সংগঠনটির নেতারা।

রবিবার (১৮ এপ্রিল) ইফতার শেষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দলের একটি দায়িত্বশীল সূত্র একটি গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে।

তিনি জানান, মামুনুল হকসহ সারাদেশে হেফাজতে ইসলামের শীর্ষ নেতা ও কর্মীদের গ্রেফতারের পর দলটির করণীয় সম্পর্কে আলোচনা করা হবে এ বৈঠকে। এমতাবস্থায় সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে দলটি নাকি সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে সাম্প্রতিক সময়ের সমস্যাগুলো কাটিয়ে উঠবে তা নিয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, আজ দুপুর ১২টার দিকে রাজধানীর মহম্মদপুর এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপরেই সন্ধ্যার পরে এই বৈঠকের ডাক দিল সংগঠনটি।