তিতাসে ইউপি সদস্যের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোষানলে কিশোরীর পরিবার

কুমিল্লার তিতাস থানার বলরামপুর ইউনিয়ন পরিষদ সদস্যের রোষানলে পড়েছে অসহায় এক কিশোরীর পরিবার। মামুন নামের ইউপি সদস্য ও তার সহযোগী জাহিদ হাসান প্রলয় এক কিশোরীকে দেয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। কুপ্রস্তাব দেয়া কিশোরী মেয়ের বক্তব্য সম্বলিত একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। অভিযোগ থেকে রেহাই পেতে ওই ইউপি সদস্য নানা ধরনের কুৎসাও রটনা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।
ভাইরাল হওয়া কিশোরীর বক্তব্যে জানা যায়, তিনি উত্তর বলরামপুরের বাসিন্দা। তার বাবা মারা গেছে। মাসহ তারা বসবাস করেন। মা লোকজনের বাসা বাড়িতে কাজ করেন আর ওই মেয়েও গ্রামে বিভিন্ন ধরনের কাজকর্ম করে কোনমতে সংসার চালান।
কিশোরী তার বক্তব্যে বলেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রাতে মামুন মেম্বার ও জাহিদ হাসান প্রলয় তার বাসায় এসে তার মাকে অনেক মারধর ও নির্যাতন চালান। এ সময় সে প্রতিবাদ করলে তারাও তাকেও মারধর করে। এক পর্যায়ে মামুন মেম্বার আর প্রলয় বলে আমাদের প্রস্তাবে রাজি হলে কোন সমস্যা নাই।
মেয়টি তার বক্তব্যে বলেন, তারা তাকে বাসায় যেতে বলে, ঘুরতে যেতে বলে। তাদের সঙ্গে সময় কাটাতে বলে। এগুলো না করলে তারা গ্রামে থাকতে দেবেনা। গ্রামের কিছু লোকজনকে হাত করে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে।
মেয়েটি তাদের হাত থেকে রক্ষা পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
এদিকে স্থানীয় লোকজন জানান, মামুন মেম্বার ও তার সহযোগীরা এলাকায় নানা অপকর্মে লিপ্ত। তাদের বিরুদ্ধে কথা বললেই কোন না কোনভাবেই হেনস্থা হতে হয়। সরকার দলীয় লোকজনের প্রভাবে সে এ ধরনের অপকর্ম করে বেড়ায়।
লোকজন বলছেন, ইউপি সদস্য হওয়ার কারণে তার অপকর্ম লোকজন মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন।
অন্যদিকে এ বিষয়ে ইউপি সদস্য মামুনের সঙ্গে যোগাযোগ করলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।