ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


করোনা আক্রান্ত বিএনপি নেতা আমান হাসপাতালে


১৭ এপ্রিল ২০২১ ২২:৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন আজ শনিবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, গতকাল রাত তিনটায় আমানউল্লাহ আমানের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আাসে।

অধ্যাপক এজেডএম জাহিদ আরও জানান, এখন পর্যন্ত এই বিএনপি নেতার কোনো উপসর্গ পরিলক্ষিত হচ্ছে না। উনি ভালো আছেন। দেশবাসীসহ দলের নেতা-কর্মী-সমর্থকদের কাছে তিনি দোয়া চেয়েছেন।