ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-পুলিশের সংঘর্ষে নিহত ৪


১৭ এপ্রিল ২০২১ ১৯:৪২

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রকল্পে স্থানীয় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার শ্রমিক নিহত হয়েছেন। এসময় কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আজিজুল ইসলাম ৪ শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— রাহাত (২৫), রনি (২২), শুভ (২৪) এবং আহমদ রেজা (১৯)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রমজানে ইফতার – তন ভাতা নিয়ে কয়েকদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এই উত্তেজনার জের ধরে শনিবার সকালে শত শত শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ । পুলিশ ঘটনাস্থলে আসার পর শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সংঘর্ষে ৪ শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে এলাকাবাসীসহ হাজার হাজার মানুষ পুরো বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রেখেছে। কেন্দ্রের বিভিন্ন স্থানে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।