নরসিংদীতে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১০টায় সদর উপজেলার চরাঞ্চলের নজরপুরে শেখ হাসিনা সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- পৌর শহরের রাঙ্গামাটি এলাকার রফিক মিয়ার ছেলে আরিফ (২০) ও সাটিরপাড়া এলাকার কামাল আফসারীর ছেলে মুকিত (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তারাবি নামাজ শেষে ঘুরতে যাওয়ার জন্য আরিফুল ইসলাম ও তার অপর সহযোগী আরিফ নরসিংদী শহর থেকে মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে শেখ হাসিনা সেতু পার হচ্ছিল। সেতু পার হওয়ার পর নজরপুর এলাকায় পৌঁছলে এক পথচারী নারী সড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক নজরপুর এলাকা থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মুকিত আশকারী নামে গুরুতর আহত অপর একজনকে ঢাকা মেডিকেলে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
মেহেদি হাসান নামে নিহত আরিফুলের এক বন্ধু বলেন, শুনেছি তারা রেস খেলছিলো ব্রিজের রাস্তায়। পরে নিয়ন্ত্রন হারিয়ে সংঘর্ষ ঘটে মুখোমুখি।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করছি বেপরোয়া গতির ফলে এই দূর্ঘটনাটি ঘটেছে।