ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নারীসহ নিহত ২


১৩ এপ্রিল ২০২১ ১৯:৪৮

রাজধানীর অদূরে সাভারে একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন প্রাইভেটকারের চালক জামাল খাঁন (৩৫) ও যাত্রী পুতুল বেগম (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকালে একটি যাত্রীবাহী প্রাইভেটকার সাভার থেকে ঢাকায় যাচ্ছিল। পথে প্রাইভেটকারটি সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় প্রাইভেটকারের চালক জামাল খাঁন ও যাত্রী পুতুল বেগম (২৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম এসব তথ্য নিশ্চিত জানান, দুর্ঘটনার পর থানায় মামলার প্রস্তুতি চলছে।