কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে শিশুবক্তা

গাজীপুর জেলা কারাগার থেকে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার-২ এ স্থানান্তর করা হয়েছে।
শনিবার (বেলা ১১টায়) পুলিশ ও র্যাব সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৈরী কঠোর নিরাপত্তা বলয়ে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ জানান, শনিবার সকাল ১১টার দিকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এবং বেলা সাড়ে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার-২ পৌঁছায় বলে তিনি জানান।