বোরহানউদ্দিনে কঠোর অবস্থানে পুলিশ

সারা দেশে মহামারি করোনা ভাইরাস। আর সেই করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে বাচাতে সচেতনতার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ পুলিশ।
অন্যদিকে দেশ বিরোধী আন্দলোন রুখতে শুক্রবার সারাদিন কঠোর অবস্থানে রয়েছে বোরহানউদ্দিন থানা পুলিশ। দুপুর ১২ টার পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের মোটরসাইকেল মহরা শেষে কুঞ্জেরহাট সহ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) জানান, করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে ও বোরহানউদ্দিন থানা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি যারা বিঘ্ন ঘটাবে তাদের রুখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।