ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ধামরাইয়ে ২ কোটি টাকার হেরোইনসহ আটক ২


৯ এপ্রিল ২০২১ ২১:২৮

ছবি- সংগৃহিত

ঢাকার ধামরাইয়ে পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুই কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি।

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটকেরা হলেন- রাজশাহী জেলার শ্রী উত্তম কুমার এক্কার ও শ্রী কংশ এক্কার।

র‌্যাব জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৪ এর সদস্যরা। এসময় একটি পাথর বোঝাই ট্রাকে বিশেষ কায়দায় লুকানো দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৫৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এসময় দুই মাদক কারকারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা মাদক হেরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।