এসআই বাবার পিস্তলে ছেলের আত্মহত্যা

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবার সরকারি পিস্তলের গুলি বুকে চালিয়ে আত্মহত্যা করেছেন কলেজছাত্র মাহিন উদ্দিন। তার বাবা মহিম উদ্দিন নগরীর খুলশী থানার উপপরিদর্শক (এসআই)। গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
পুলিশ সূত্র জানায়, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ায় বকা দেন বাবা। তাতেই ওই তরুণ এ আত্মহননের ঘটনা ঘটিয়েছেন। গতকাল শুক্রবার বিকালে নগরীর আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, মাহিন এবার এইচএসসি পরীক্ষায় পাস করে। আজ (শুক্রবার) তার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দিতে যায়নি। তার বাবা থানা থেকে দুপুরে বাসায় ফিরে বিষয়টি জেনে রেগে যান এবং তাকে বকা দেন। ওসি আরও জানান, এসআই মহিম সরকারি পিস্তল বাসায় রেখে মসজিদে নামাজ পড়তে যান। মাহিন দরজা বন্ধ করে নিজ কক্ষে একা ছিল। বাবা বকা দিলে সে সব সময় এটাই করত। এর মধ্যে হঠাৎ গুলির শব্দ শুনে পরিবারের অন্যরা রুমে ঢুকে দেখেন মাহিন কাতরাচ্ছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক বলেন, বিকাল ৪টার দিকে মাহিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বুকের ওপর ডান পাশে মাহিন গুলিবিদ্ধ হয়। প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, সে তার বাবার সরকারি পিস্তল দিয়ে নিজেই নিজের বুকে গুলি করেছে।
মাহিনের আরও এক ভাই, এক বোন আছে বলে জানিয়েছেন এডিসি আবু বকর সিদ্দিক।