দুলাভাইয়ের সঙ্গে পার্কে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

দুলাভাইয়ের সঙ্গে বরগুনার আমতলী থেকে তালতলী সোনাকাটা ইকো পার্কে ঘুরতে গিয়েছিল এক স্কুলছাত্রী। সেখান থেকে তাকে ধরে জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী চারজনের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলা করেছে। মানিকগঞ্জ ও পিরোজপুরের স্বরূপকাঠিতে তিন শিশুকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁর পত্নীতলায় ধর্ষণে গৃহকর্মী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তালতলী উপজেলায় গত বুধবার বিকেলের ঘটনায় অভিযুক্ত চার যুবক হলো—সোহাগ, হাসান, মিজানুর ও জাহিদুল। আসামি সোহাগের বাড়ি কলাপাড়া উপজেলায় হলেও বাকি তিনজন স্থানীয় বখাটে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার দুলাভাইয়ের সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলে সোনাকাটা ইকো পার্কে ঘুরতে যায় কলাপাড়া উপজেলার স্কুলছাত্রীটি। পার্কে ঘুরে গরমে ক্লান্ত হলে দুলাভাই হরিণ বেষ্টনীর পাশের একটি দোকান থেকে খাবার পানি আনতে যান। এ সময় চার বখাটে এসে স্কুলছাত্রীকে মুখ বেঁধে জোর করে পার্কের ভেতরের জঙ্গলে নিয়ে যায়। মোটরসাইকেলচালক বাধা দিলে যুবকরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে মোবাইল ফোন, মোটরসাইকেলের চাবি ও তাঁর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। কিছুক্ষণ পর দুলাভাই ঘটনাস্থলে এসে চালককে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখেন এবং ঘটনা জেনে স্থানীয়দের জানান। স্থানীয়রা ছাত্রীটিকে জঙ্গলটি থেকে উদ্ধার করে তালতলী থানায় খবর দেয়। পুলিশ ভুক্তভোগীকে থানায় নিয়ে গেলে সে মামলা করে। ছাত্রীটি জানায়, সোহাগ ও হাসান তাকে ধর্ষণ করে। আর মিজানুর ও জাহিদুল পাহারা দেয়।
মানিকগঞ্জের ঘিওরে গত ৯ মার্চ ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক যুবককে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রাম্য সালিসে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগে মান্নান ও জাবেদ নামে দুই স্থানীয় মাতবরকে আসামি করা হয়েছে।
অন্যদিকে জেলার শিবালয় উপজেলায় একটি শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে শওকত হোসেন (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শওকত উপজেলার দিয়ারচর শাকরাইল গ্রামের দোলাল হোসেনের ছেলে এবং নয়াকান্দি এলাকায় একটি সোলার প্লান্টের নিরাপত্তাকর্মী। শওকত বেশ কিছুদিন ধরে শিশুটিকে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গতকাল শিশুটিকে নির্যাতন করার সময় শওকতকে আটক করা হয়।
পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে বুধবার বিকেলে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার উপজেলার সংগীতকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁর পত্নীতলায় গৃহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণে অভিযুক্ত আমিনুল ইসলাম ওরফে সৈকত (৪০) উপজেলার নজিপুর পুরাতন বাজারের ব্যবসায়ী আকতার হোসেন ওরফে সাবুর একমাত্র ছেলে। এ ঘটনায় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহকর্মী ২২ মার্চ জেলা লিগ্যালএইডের সহায়তায় আদালতে সৈকতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।