ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


এমপি রিমি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে


৩১ মার্চ ২০২১ ১৭:৫১

গাজীপুরের কাপাসিয়ার সংসদ সদস্য সিমিন হোসেন রিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রক্তে অক্সিজেন কমে যাওয়ায় এবং শরীরে জ্বর-ঠাণ্ডা-সর্দি থাকায় মঙ্গলবার দুপুরে তাকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার করোনা পরীক্ষায় তার পজিটিভ রিপোর্ট আসে। এর পর থেকে তিনি বাসায়ই আইসোলেশনে ছিলেন।

তার দুই ছেলে ও পুত্রবধূরাও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

সিমিন হোসেন রিমি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ২৫ মার্চ করোনাভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন। তার নমুনা পরীক্ষায় ফল পজিটিভ এলে রাষ্ট্রীয় ওই অনুষ্ঠানে যোগ না দিয়ে আইসোলেশনে চলে যান।

সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য। রিমি বাবা দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বোন তিনি।