ফেসবুকে স্ট্যাটাসে হেফাজতকে সমর্থন দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ!

হাফিজ মাজেদ এলাকায় ছাত্রলীগের নেতা হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হেফাজতে ইসলামের মোদীবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে ছাত্রলীগ ছাড়লেন তিনি।
গেল শনিবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে ‘হাফিজ মাজেদ’ নামের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর নিজের পদত্যাগপত্র লিখেন। মাজেদ সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে হাফিজ মাজেদ লিখেন- ‘মোদীকে দেশে আমন্ত্রণ জানানোর জন্য এবং মুসলমাদের ওপর নির্যাতনের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। যে দল ইসলামকে সম্মান দিতে জানে না, যারা ভাস্কর্যকে হালাল মনে করে, মুসলমানদের ওপর হামলাকারীকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানায়; সেই দলে কোনও মুসলমান থাকতে পারে না। তাই আমিও সেই দলে থাকতে পারি না। আজ থেকে বয়কট করলাম ছাত্রলীগ।’
তার সেই স্ট্যাটাসটি মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ৩০ বার শেয়ার হয়েছে। কমেন্ট পড়েছে ১৩৫টি আর লাইক দিয়েছেন ২৬৩ জন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি নুরুল আমিনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহরিয়ার গণমাধ্যমকে বলেছেন, ২০১৯ সালে পৌরসভার ওয়ার্ডগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিনটি পদে কমিটি করা হয়েছিল। তখন ৫ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পেয়েছিলেনন হাফিজ মাজেদ। তার বাবা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরতে গেল বছরের শুরুর দিকে মাজেদ সৌদি আরবে চলে যান। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, তখন থেকেই মাজেদের দলে কোন পদ থাকার কথা না।
দেশের বাইরে অবস্থান করে মাজেদ যদি মনে করেন তিনি ‘দায়িত্বে আছেন’ তাহলে সেটা তার বোকামি হবে বলেও মনে করেন তানজিম।