গাজীপুরে ইটবোঝাই ট্রলি থেকে পড়ে দুই শ্রমিক নিহত

গাজীপুরের কাপাসিয়ায় কাভারভ্যানকে সাইড দিতে গিয়ে ইটবোঝাই ট্রলি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মার্চ) সাড়ে ১২টার দিকে কাপাসিয়া-বলখেলা বাজার সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ১৮ ও ৩২ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুত গতির ইটবোঝাই ট্রলি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি কাভারভ্যানকে সাইট দিতে গিয়ে ট্রলিটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলির পেছনে ইটের উপর বসা দুই শ্রমিক ছিটকে পড়ে ইটের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান খান জানান, দুর্ঘটনার পরই কাভারভ্যান ও ট্রলির চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধারের পর তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।