ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন


২৮ মার্চ ২০২১ ০২:৩১

রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (২৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে মালিবাগ রেলেগেট ‍পুলিশ বক্সের সামনে তুরাগ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে তা জানা যায়নি।

স্থানীয়দের সহায়তায় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে যাওয়া হাতিরঝিল থানার এসআই আব্দুল আলীম সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হাঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে রাস্তায় ঝাঁপ দিতে গিয়ে সামান্য আঘাত পেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করেছে পুলিশ।