ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ফেসবুকে বিভ্রাট, ইন্টারনেটে ধীরগতি


২৭ মার্চ ২০২১ ১৬:৫২

দেশের বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ম্যাসেঞ্জারে ঢুকতে সমস্যা হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, শুক্রবার বিকাল থেকেই এ সমস্যা দেখা দিয়েছে। ইউটিউবে ঢোকা গেলেও ইন্টারনেটের গতি অনেক কম দেখাচ্ছে বলে অভিযোগ।

গ্লোবাল আউটেজ শনাক্তকরণ সাইট ডাউনডিটেক্টরে ফেসবুকের বৈশ্বিক কোনো বিভ্রাটের কথা জানানো হয়নি বা কোনো সমস্যার কথাও বলেনি প্রতিষ্ঠানটি। শুধু বাংলাদেশের বা স্থানীয় ব্যবহারকারীরাই ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে ধারণা করা যাচ্ছে।

ব্যবহারকারীরা জানাচ্ছেন, ফেসবুক পেইজ খুলছে না, কখনও কখনও খুললেও পোস্ট বা শেয়ার করতে সমস্যা হচ্ছে।

অপারেটর সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরগুলোকে সংশ্লিষ্ট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।