ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ডুমুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের মানববন্ধন কর্মসূচি পালন


২৫ মার্চ ২০২১ ২২:১১

ছবি- নতুনসময়

সিলেটের সুনামগঞ্জের শার্লায় ঘটে যাওয়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে সমগ্র বাংলাদেশ ব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

সেই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।ডুমুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে মানব বন্ধন পালন করা হয়।ডুমুরিয়া উপজেলায় ১৪ টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

এসময় খুলনা জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য শোভা রানী হালদার বলেন যে ডুমুরিয়ায় সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর যেন কোন প্রকার অত্যাচার না হয় সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে।উক্ত মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব বলিষ্ঠ কন্ঠস্বর প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ।আরও উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র দে,অরিন্দম মল্লিক, বিষ্ণু প্রসাদ মল্লিক,সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ও মিডিয়ায় কর্মীবৃন্দ।