ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


গাজীপুরে দূবৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত


১৬ মার্চ ২০২১ ২১:৩০

ছবি- সংগৃহিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের হালুকাইদ নতুন বাজার এলাকায় দূবৃত্তের ছুরিকাঘাতে শাহীন (১৬) এ যুবক নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটায় তাকে ছুরিকাঘাত করা হয়। সে পাবুরিয়াচালা এলাকায় সোহাগ মিয়ার ছেলে। আহত অবস্থায় শাহীনকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিহত শাহীনের দাদা হায়দার আলী জানান, পূর্ব বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে।