ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ভোলায় স্কুল ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু


১৪ মার্চ ২০২১ ২১:৩৬

ভোলার তজুম‌দ্দি‌ন উপ‌জেলার দ‌ক্ষিণ-প‌শ্চিম চাচড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভব‌নের সেপটিক ট্যাংকের স্যাটারিং খুলতে গি‌য়ে তিন শ্রমিকের‌ মৃত্যু হ‌য়ে‌ছে।

নিহতরা হ‌লেন- রা‌কিব উদ্দিন (৩৫), সাদ্দাম হোসেন (৩০) ও আলাউদ্দিন (৩৫)।

রা‌কিব ও সাদ্দাম তজুম‌দ্দিন উপ‌জেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর খা‌সের হাট এলাকার বা‌সিন্দা আর আলাউদ্দিন একই উপ‌জেলার চাচড়া ইউ‌নিয়‌নের ৫ নং ওয়া‌র্ডের বা‌সিন্দা ব‌লে জা‌নি‌য়ে‌ছে ওই ইউযনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান।

রোববার দুপুর ১২টার দি‌কে উপ‌জেলার চাচড়া ইউনিয়নের দ‌ক্ষিণ চাচড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন সাই‌ক্লোন শেল্টার প্লাস স্কু‌লের সেপটিক ট্যাংকের স্যাটারিং খোলার কাজ কর‌ছিলেন রা‌কিব ও সাদ্দাম। এ সময় ট্যাংকের ভেতরে‌ জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা দুজন চিৎকার শুরু করেন। পরে আলাউদ্দিন দুজনকে উদ্ধার কর‌তে যান। কিছুক্ষণ পর তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তজুম‌দ্দিন উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেছেন।