বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বাঘের থাবায় মজনু মিয়া নামে এক কর্মচারী আহত হয়েছে। আহত মজুন মিয়াকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মজুন মিয়া বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি সাফারী পার্কের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করছিল।
সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন,কোর সাফারী অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এসময় এনক্লোজারের সামনে হঠাৎ করে এই কর্মচারী বাঘের সামনে পড়ে গেলে সে থাবা দেয়। এ ঘটনায় পার্কের অন্যান্য কর্মচারীরা মিলে বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। থাবায় আহত মজনু মিয়ার বগলের নীচে ক্ষত তৈরী হয়েছে। সাথে তার বাম হাতের শোল্ডারে ক্ষত হয়েছে।