কিশোরের কানে অস্ত্রোপচার

ডান কানে অস্ত্রোপচার শুরু হয়েছে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের। রাজধানীর একটি হাসপাতালে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। ডান কানে গুরুতর আঘাত পেয়েছেন এই কার্টুনিস্ট।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরের বড় ভাই আহসান কবির।
তিনি জানান, শুনতে হলে কিশোরের ডান কানে বিশেষ ধরনের হিয়ারিং এইড প্রতিস্থাপন করতে হবে। তার কানের পর্দায় গর্তের মতো হয়ে গেছে। অস্ত্রোপচারের মাধ্যমে আজ সেটি বসানো হবে। এর ছয় মাস পর চিকিৎসকেরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
ডায়াবেটিস কিছুটা নিয়ন্ত্রণের আসার পর চিকিৎসকরা আজ কিশোরের কানে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। কারাগারে কিশোরের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। তার চোখেও এখন সমস্যা। চোখে অস্ত্রোপচার করতে হবে বলেও জানান আহসান কবির।
উল্লেখ্য, গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নানকে গ্রেপ্তার করে র্যাব। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। সেই মামলায় দুইজন জামিনে মুক্তি পেলেও মুশতাক ও কিশোরের জামিন আবেদন ছয়বার নাকচ হয়।