চাটমোহরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পাবনার চাটমোহরে দুটি পৃথক জায়গায় দূর্ঘটনায় শিশু ও মহিলা সহ দুই জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা ১২ টার দিকে বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে অটোভ্যান উল্টে শিশু সুমাইয়া খাতুন (৫) ও মথুরাপুর ইউনিয়নের মিশন গেট সংলগ্ন এলাকায় অটোভ্যানের ধাক্কায় জুলেখা খাতুন (৫৫) নারীর মৃত্যু হয়। নিহত শিশু সুমাইয়া খাতুন বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের সাগর ইসলামের মেয়ে ও নিহত জুলেখা মথুরাপুর ইউনিয়ন পরিষদ এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিশু সুমাইয়া নিজ বাড়িতে তার দাদার অটোভ্যানে চড়ে চাবী অন করে। এরপর পাওয়ার সুইচে টিপ দিলে ভ্যানটি চালু হয়ে পাশের একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এসময় শিশুটি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরুর আগেই শিশুটি মারা যায়।
অপর দিকে মথুরাপুর মিশনগেট সংলগ্ন এলাকায় চাটমোহর পাবনা মহাসড়কের রাস্তা পার হওয়ার মূহুর্তে দ্রুতগামী একটি অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন জুলেখা খাতুন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ঐ নারীর মৃত্যু হয়।