ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


পল্টনে বিএনপি অফিসের পাশের হোটেলে বিস্ফোরণ


১১ মার্চ ২০২১ ০২:২৭

রাজধানীর পল্টন বিএনপি অফিসের পাশে একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে হোটেলটির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট কাজ করছে।

পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিকী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। আহত তিনজনের মধ্যে একজন গুরুতর, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।