চট্টগ্রাম কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দিনমজুরের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাত হয়ে মো. ইমন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।
রোববার (৭ই মার্চ) রাতে বায়েজিদ থানার মুক্তিযোদ্ধা কলোনিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ছুরিকাঘাতে আহত হয় ইমন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
জানা যায়, নিহত ইমন আরেফিন নগর এলাকার নূর কাশেমের ছেলে। পেশায় দিনমজুর হলেও ছিলেন স্থানীয় ছাত্র রাজনীতির সাথে জড়িত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত জানান, রোববার রাতে বায়েজিদ এলাকায় দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ হলে ইমনকে ছুরিকাঘাত করা হয়। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার জানান, মারামারির জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কে বা কারা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা।