ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


পুঠিয়া উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন


৮ মার্চ ২০২১ ০৫:২২

ছবি-নতুনসময়

পুঠিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে রবিবার ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি যথাযোগ্য উদ্দীপনা ও মর্যাদায় পালন করা হয়।

দিনে কর্মসূচি মধ্যে সূর্যোদয়ের সময় সকল সরকারি, বেসকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে ৭ই মার্চ স্বাধীনতার জীয়নকাটি শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়াম্যান মৌসুমি রহমান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীগণ। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অনুষরণে আয়োজিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।