সিরাজগঞ্জে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় আজিজ তেল পাম্পের নামাজ ঘরে নামাজের সময় সিজদারত অবস্থায় আবু শামা (৬০) নামের এক মুসুল্লীর মৃত্যু হয়েছে।
নিহত আবু শামর বাড়ি শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে। তিনি পোরজানা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। মঙ্গলবার (২ মার্চ) মাগরিবের নামাজের সময় সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, সিরাজগঞ্জ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আবু শামা। নিজ বাড়ী শাহজাদপুরে ফেরার পথে হাটিকুমুরুল এলাকায় অবস্থিত আজিজ পাম্পে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ফেরার পথে আজিজ পাম্পে নামাজরত অবস্থায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তরে করা হয়েছে।
আবু শামার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।