ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২


স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে পুলিশের বাধা, বিক্ষোভ


১ মার্চ ২০২১ ২১:১৮

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফতার আট নেতা-কর্মীর মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে মিছিল নিয়ে স্লোগান দিয়ে তারা সচিবালয় মোড়ে অবস্থান নিয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা টিএসসি থেকে মিছিল নিয়ে রওনা দিলে পুলিশ তাদেরকে শিক্ষাভবন এলাকায় বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে তারা সচিবালয় মোড়ে অবস্থান নিয়েছে।

সচিবালয় মোড়ে পুলিশের বিপুল সংখ্যাক সদস্য অবস্থান নিয়েছে। সচিবালয় সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য ছাত্র সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচীতে অংশ নিয়েছে । 

এদিকে  বাংলাদেশের এই আন্দোলনের প্রতি সংহতি  জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে মানব্বন্ধন করবে জার্মানিতে বসবাসরত মানবধিকার কর্মী এবং প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা ।