ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ২


২৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৭

নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনি সহিংসতায় ১ জন নিহত ও ২ জন আহত হবার খবর পাওয়া গেছে। পৌরসভার ৫ নং ওয়ার্ডে নির্বাচনি এলাকায় এই সংঘর্ষে ঘটনা ঘটে।

রবিবার দুপুরে সৈয়দপুর মহিলা কলেজ ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম ছোটন (৩৫)। তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক।

এদিকে, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম, কর্মীদের পিটিয়ে ভাগানো ও প্রশাসনের পক্ষপাতদুষ্টের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম। রোববার বেলা সোয়া ১১টার দিকে পৌর শহরে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।