বোয়ালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তুহিন

গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন সহ অবহেলিত নারীদের অধিকার আদায় এবং আইনী সহায়তা দানের জন্য তৌহিদুর রহমান তুহিন দুখু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে চান।
তৌহিদুর রহমান তুহিন (দুখু)পূর্ব গোবিন্দ পুর গ্রামের অবঃ পিটি আই ট্রেনিং সেন্টারের চাকুরীজীবি মোঃমজিবর রহমানের ছেলে।দুখু ২০০৯ সালে অর্নাস পাশ করার পাশাপাশি দীর্ঘ ১২/১৩ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে গঠিত সংগঠনের সঙ্গে জড়িত।বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা সদর ৮ নং বোয়ালী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে যথার্থ দায়িত্ব পালন করে আসছেন।পাশাপাশি তিনি এশিয়ান টেলিভিশনের ফুলছড়ি,সাদুল্লাপুর প্রতিনিধি ও শিক্ষানবিশ আইনজীবী হিসেবে অধ্যায়নরত আছেন।
দুখু কেন চেয়াম্যান নির্বাচিত হতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন " আমার নির্বাচনী এলাকায় আমার শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে এলাকাকে মাদকমুক্তসহ বাস্তব কর্মমুখী শিক্ষা,সাংস্কৃতি, ক্রীড়া চর্চাসহ অসহায় ও অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায় এবং আমার ৮নং বোয়ালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন করাই হবে আমার ব্রত।শেষে তিনি তাঁর পক্ষে এলাকার সর্বশ্রেনীর মানুষদের দোয়া, সহযোগিতা ও আশীর্বাদ এবং ভালোবাসায় জয়ী হতে চান।