ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় ট্রাক্টরচাপায় ২ শ্রমিক নিহত


২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৩

প্রতিকি

সাতক্ষীরার সদর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরচাপায় সাইকেল আরোহী দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার ভোরে খুলনা-সাতক্ষীরা সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বকচরা গ্রামের মোহাম্মদ আলি ও মনিরুল ইসলাম।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ভোরে সাতক্ষীরা থেকে সাইকেলে দুই শ্রমিক শহরের বেলেরপাতা এলাকায় ইটভাটায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মনিরুল।

এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোহাম্মদ আলি।

গ্রামবাসী ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। এ ঘটনায় দুই চালককে গ্রেফতার করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে।