সিরাজগঞ্জে ইটভাঙার গাড়ি উল্টে ২ স্কুলছাত্র নিহত

করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইটভাটায় কাজ করতে গিয়ে ইটভাঙা মেশিন বহনকারী গাড়ি উল্টে মেহেদি হাসান (১৫) ও নাঈম (১৪) নামের দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ ইটভাঙা শ্রমিক।
জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সদরের দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী মেহেদি হাসান (১৫) ও একই গ্রামের শামীম হোসেনের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাঈম (১৪)।
প্রত্যাক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় ইটভাঙা শ্রমিকের কাজ করত দুই শিক্ষার্থী। সকালে ইটভাঙা মেশিন বহনকারী গাড়িযোগে শ্রমিকদের সঙ্গে কর্মস্থলে যাচ্ছিল তারা। ডুমুর চৌরাস্তা এলাকায় তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে।
এতে দুই শিক্ষার্থী ও পাঁচ ইটভাঙা শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈমের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. গোলাম মোস্তাফা বলেন, দুই শিক্ষার্থীর মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে রয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি, পরিবারের লোকজন অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।