পাবনায় ৫৮ কেজি গাঁজাসহ র্যাবের হাতে আটক ২

পাবনায় ৫৮ কেজি গাঁজা ও ট্রাক’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এক প্রেস রিলিজে এই তথ্য জানান, গতকাল রাত ১২টায় র্যাবের একটি বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলায় জালালপুর বাজারে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে এদের আটক করা হয় ।
আটককৃত’রা হলেন, লালমনিরহাট কালিগঞ্জ থানা শাখাতি এলাকার কোরবান আলী ছেলে আবু তালেব (৪৫), বর্তমান ঠিকানা হাতিবান্ধা থানা ধৌলাইয়ে এবং লালমনিরহাট সদর থানা দুরাকুটি এলাকার মোঃ হোসেন আলী ছেলে মোঃ তোজাম্মেল হক (৩৫) সে (ট্রাক চালক)।
জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।