ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ


২১ ফেব্রুয়ারি ২০২১ ০০:৪৯

প্রতিকি

মামলায় বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে বুধবার সন্ধ্যায় সাত যুবক ওই নারীর বাসায় গিয়ে তার স্বামীকে একটি কক্ষকে আটকে রেখে তাকে ধর্ষণ করে। এরপর তারা টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

গাজীপুরের কালিয়াকৈরে স্বামীকে একটি ঘরে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের নারী ও শিশু নির্যাতন আদালতের মাধ্যমে শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে বুধবার সন্ধ্যায় সাত যুবক ওই নারীর বাসায় গিয়ে তার স্বামীকে একটি কক্ষকে আটকে রেখে তাকে ধর্ষণ করে। এরপর তারা টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

পরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভুক্তভোগী নারী কালিয়াকৈর থানায় মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শুক্রবার বিকেলে অভিযুক্ত দুজনকে উপজেলার সূত্রাপুর থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।