ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২


রাজধানীর তিনশ’ ফিটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত


১১ ডিসেম্বর ২০২০ ১৭:৫০

রাজধানীর ৩০০ ফিটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেনা।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ৩০০ ফিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজমিন খান ও আমির হোসেন রিয়াজ।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সকালে দুজন ঘুরতে বের হয়েছিলেন। ফেরার পথে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কার দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।