ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


করোনায় আক্রান্ত আ.লীগ নেতা আমিন


৯ ডিসেম্বর ২০২০ ১৭:৫৫

দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম আমিন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

আমিনের স্ত্রী এ তথ্য নিশ্চিত করে জানান, তার স্বামী শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনার কারণে খুব অসুস্থ না হলেও প্যানক্রিয়াসের ব্যথার কারণে তিনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না।

আমিনুল ইসলাম আমিনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।

এর আগে গত ২২ জুন তার প্রথম করোনা পজিটিভ হয়। তবে তেমন কোনো উপসর্গ ছিল না। সে সময় তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।