পুঠিয়ায় বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ১৮জন আটক

রাজশাহীর পুঠিয়া থানা গতকাল থেকে উপজেলার বিভিন্ন যায়গায় সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী ওয়ারেন্টভুক্ত আসামী সাজাপ্রাপ্ত সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলা সাজাপ্রাপ্ত আসামী ,জি আর মামলার আসামী সি আর মামলার আসামী রয়েছে।
বিশেষ এই অভিযানে তাদেরকে নিজ উপজেলার বিভিন্ন জায়গা থেকে আটক করে পুঠিয়া থানা পুলিশ। এ সময় আসামীদের কাছ থেকে গাজা সহ চোলাই মদও উদ্ধার করা হয়। এ বিশেষ অভিযান সম্পর্কে জানতে চাইলে ওসি রেজাউল ইসলাম জানান, র্যাব রাজশাহীর ৫ এর একটি দল বিভিন্ন যায়গা থোকে ৯ জনকে আটক করে, এরা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে ছিল। এই নয়জনও বিভিন্ন ধরনের আসামী। বাকি নয়জন আসামিকে আমার থানার ফোর্স অভিযান চালিয়ে আটক করে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।