এবার সাতক্ষীরায় মায়ের পাশ থেকে নবজাতক চুরি

বাগেরহাটের পর এবার সাতক্ষীরায় দিনের বেলায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় সোহান হোসেন নামে ১৫ দিনের এক নবজাতক চুরি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত শিশুটি নিখোঁজ রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নবজাতক সোহান হোসেন ওই গ্রামের দরিদ্র সোহাগ হোসেন ও ফতেমা দম্পতির ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে ঘরের বারান্দায় মশারির মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় চুরি হয়ে যায় সোহান। এসময় মা ফাতেমা খাতুনও তার পাশে ঘুমিয়ে ছিলেন।
নবজাতকের মা ফাতেমা খাতুন জানান, সকালে ঘরের বারান্দায় মশারির নীচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। আধা ঘণ্টা পরে ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানায়।
ওসি আসাদুজ্জামান জানান, সন্ধ্যায় ঘটনাটি জানার পরই প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ চুরি যাওয়া শিশুটির উদ্ধার করা সম্ভাব হয়নি।