ঢাকা শনিবার, ৮ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২


এবার মিরপুরের বস্তিতে আগুনে পুড়লো ৫৫টি ঘর


২৫ নভেম্বর ২০২০ ১৮:৫২

রাজধানীর মহাখালীর সাততলা বস্তি এবং মোহাম্মাদপুর বস্তির পর মিরপুরের কালশী বস্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আগুন লাগে। এতে ৫৫টি ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল ৬টা ২৮ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়, বলেন রাসেল।

৫৫টি ঘর পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।