ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


ডাকাত সন্দেহে নরসিংদীতে গণপিটুনিতে নিহত ২


২৫ নভেম্বর ২০২০ ১৭:২২

প্রতিকি

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীররাতে শিবপুর উপজেলার মুরগিবের গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও অজ্ঞাত পরিচয় একজন।

শিবপুর থানার ওসি মোল্লা আজিজ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ জনের একটি ডাকাত দল মুরগিবের গ্রামের বোরহান, গোলজার ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয়া হয়। পরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।