ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


আখাউড়ায় ভেজাল বিরোধী মোবাইল কোর্টের অভিযান


২৩ নভেম্বর ২০২০ ২১:০৫

ছবি- সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় পৌরসভারয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভেজাল বিরোধী অভিযানে অত্র এলাকার ৪টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২৩ নভেম্বর) সকাল বেলায় পৌরশহরের সড়কবাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহদী হাসান কর্তৃক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় মোবাইল কোর্টের নের্তৃত্বদানকারী মেহেদী হাসান বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের তত্ত্বাবধানে অত্র অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও চাল, ডাল, পেঁয়াজসহ অন্যান্য পণ্য ন্যায্যমূল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদানসহ সঠিক পরিমাপের নির্দেশ দেয়া হয়।